মুমিন কারা? ইসলামে দাখিল হয়ে ঈমানের ঘোষণা পরবর্তী কাজ হলো মুমিন হওয়া

আমরা কুরআনের পাতায় পাতায় দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মুমিনদেরকে সম্ভোদন করে যাবতীয় বিধিনিষেধ ব্যাখ্যা করেছেন। ঈমানের ঘোষণার পর অনেকেই আবার সন্দেহে পতিত হয়। আল্লাহর ভাষায় তারা মুমিন নয়। আবার ঈমান আনার পর অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত নয় যারা তারাও মুমিন নয়।


আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা খুব ছোট্ট কথায় আমাদেরকে মুমিনের সংজ্ঞা দিয়েছেন। 

তারাই মু’মিন যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করেনা এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে, তারাই সত্যনিষ্ঠ। ৪৯ঃ১৫ 

— Sheikh Mujibur Rahman




Category : কুরআন ও হাদিস,

Tags : মুমিন,

User Image

Writer - মাসুদ হাসান

Blog - Al-Quran

About us - আল কুরআনের আয়াত যারা মেনে চলেন, তারাই মুসলিম। আল-কুরআন নিয়ে প্রচার প্রচারণা চালাতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে।

  Like 0 likes - 0 comments - 162 views