আমরা প্রায় সবাই ঈমানের দাবিদার। আমরা "লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" বলে নিশ্চিত হয়েছি যে আমরা ঈমান গ্রহণ করেছি। আসলে সালামুন আ'লা মুহম্মদও ঈমান এনেছেন। তিনি কিভাবে ঈমানের ঘোষণা দিয়েছেন আল্লাহ কুরআনে তা দেখিয়ে দিয়েছেন। আমাদেরকে সত্যকিতাবের বর্ণনার মতো করেই সালামুন আ'লা মুহম্মদ ও তাঁর মুমিন সাথীরা যেভাবে ঈমানের ঘোষণা দিয়েছেন, সেভাবেই ঈমান আনতে হবে।
আমরা প্রচলিত নিয়মে মানুষের বানানো কিতাব থেকে পদ্ধতি শিখে ঈমানের ঘোষণা দিয়েছি। আমাদের ঈমানের ঘোষণা সঠিক হলো কিনা তা কুরআন থেকে একবারও যাচাই করে দেখি না।
আসুন কুরআন থেকে জানি কিভাবে সালামুন আ'লা মুহম্মদ ও তাঁর সাথে থাকা মুমিন সাহাবারা ঈমানের ঘোষণা দিয়েছেন।
রসূল (সাঃ) তার প্রতিপালকের পক্ষ হতে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছে এবং মু’মিনগণও। তারা সবাই আল্লাহর উপর, তাঁর ফেরেশতাদের উপর, তাঁর কিতাবসমূহের উপর এবং রসূলগণের উপর বিশ্বাস স্থাপন করেছে, (তারা বলে), ‘আমরা রসূলগণের মধ্যে কারও ব্যাপারে তারতম্য করি না’ এবং তারা এ কথাও বলে যে, ‘আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ক্ষমা কর আর প্রত্যাবর্তন তোমারই দিকে’। ২ঃ২৮৫
— Taisirul Quran
আল-কুরআনেই আল্লাহ আমাদেরকে ৫টি বিষয়ের উপর ঈমান আনতে বলেছেন।
ঈমান আনতে হবে-
১। আল্লাহর প্রতি,
২। মালাইকাদের প্রতি,
৩। রাসূলগণের কাছে পাঠানো কিতাব সমূহের প্রতি,
৪। রাসূলগণের প্রতি এবং তাদের কারো ব্যাপারে তারতম্য করা যাবে না, ও
৫। আখিরাতের প্রতি।
তোমরা বল, ‘আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি নাযিল করা হয়েছে এবং যা ইবরাহীম ও ইসমা‘ঈল এবং ইসহাক ও ইয়াকূব ও বংশধরদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা মূসা ও ‘ঈসাকে দেয়া হয়েছে আর যা অন্যান্য নাবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ হতে দেয়া হয়েছে (এ সবের প্রতিও ঈমান এনেছি), আমরা এদের মধ্য হতে কোন একজনের ব্যাপারেও কোন পার্থক্য করি না এবং আমরা তাঁরই কাছে আত্মসমর্পিত’। ২ঃ১৩৬
— Taisirul Quran
বল, ‘আমরা আল্লাহর উপর এবং আমাদের প্রতি ও ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাঁর বংশধরের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে এবং মূসা, ঈসা ও অন্যান্য নাবীগণকে তাঁদের প্রতিপালকের পক্ষ হতে যা কিছু দেয়া হয়েছে তার উপর ঈমান এনেছি; আমরা তাঁদের মধ্যে কোন পার্থক্য করি না এবং আমরা তাঁরই কাছে আত্মসমর্পিত।’ ৩ঃ৮৪
— Taisirul Quran
হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ, তাঁর রসূলের, তাঁর রসূলের নিকট তিনি অবতীর্ণ করেছেন সেই কিতাবের এবং পূর্বে নাযিলকৃত কিতাবের উপর ঈমান আন। যে ব্যক্তি আল্লাহকে ও তাঁর ফেরেশতাদেরকে, তাঁর কিতাবসমূহকে, তাঁর রসূলগণকে এবং শেষ দিবসকে অস্বীকার করে সে সীমাহীন পথভ্রষ্টতায় পতিত হয়। ৪ঃ১৩৬
— Taisirul Quran
যারা ঈমান এনেছে এবং নিজ ঈমানকে যুলমের সাথে (অর্থাৎ শিরকের সাথে) সংমিশ্রণ করেনি, তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হিদায়াতপ্রাপ্ত। ৬ঃ৮২
— Rawai Al-bayan
উল্লেখ্যঃ তাকদিরের ভালো-মন্দ আল্লাহর পক্ষথেকে আসে - প্রচলিত ঈমানের ঘোষণায় এই লাইনটুকু লাগিয়ে দেয়া হয়েছে। এটি একটি কুফরী ঘোষণা।