Card image cap
User Image মাসুদ হাসান Created - 7 months ago
User Image মাসুদ হাসান Posted - 7 months ago
যারা আল্লাহর আয়াতে বিশ্বাসী, তারাই মুসলিম

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা পবীত্র কুরআনে সতর্ক করেছেন যেনো আমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করি। ইসলামে দাখিল হয়ে অর্থাৎ আল্লাহর নিকট আত্মসমর্পণ করে ঈমানের ঘোষণা দিয়েও অনেকেই শিরক করে। কারণ তারা একমাত্র আল্লাহর বিধানের পাশাপাশি মানুষের তৈরি বিধানও মেনে চলে। তারা মুসলিম নয়।

আল্লাহর বিধানের উৎস একমাত্র কুরআন। আবার আল্লাহ এই কুরআনেই কোনো বিধান দিলে তার বাস্তবায়ন পদ্ধতি বা ইবাদাত পদ্ধতি বা আমলের পদ্ধতিও জানিয়ে দিয়েছেন। তাই বিধানদাতা একমাত্র তিনি। ইবাদাতের তরিকা বা পথও একমাত্র আল্লাহর। ভিন্ন পথ বা মাযহাব বা তরিকা গ্রহণকারী কিছুতেই মুসলিম হতে পারে না। 

আল্লাহর আয়াতে বিশ্বাসী ব্যাক্তি আল্লাহর আয়াত মেনে চলে। তারাই মূলত মুসলিম। 

যারা আমার আয়াতে ঈমান এনেছিল এবং যারা ছিল মুসলিম। ৪৩ঃ৬৯

— Rawai Al-bayan


আর তুমি অন্ধদেরকে তাদের ভ্রষ্টতা থেকে হিদায়াতকারী নও; তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহে ঈমান আনে, অতঃপর তারাই মুসলিম আত্মসমর্পণকারী। ২৭ঃ৮১

— Rawai Al-bayan




Category : কুরআন ও হাদিস,

User Image

Writer - মাসুদ হাসান

Blog - Al-Quran

About us - আল কুরআনের আয়াত যারা মেনে চলেন, তারাই মুসলিম। আল-কুরআন নিয়ে প্রচার প্রচারণা চালাতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে।

  1 likes - 0 comments - 165 views