মুমিন কারা? ইসলামে দাখিল হয়ে ঈমানের ঘোষণা পরবর্তী কাজ হলো মুমিন হওয়া
আমরা কুরআনের পাতায় পাতায় দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মুমিনদেরকে সম্ভোদন করে যাবতীয় বিধিনিষেধ ব্যাখ্যা করেছেন। ঈমানের ঘোষণার পর অনেকেই আবার সন্দেহে পতিত হয়। আল্লাহর ভাষায় তারা মুমিন নয়। আবার ঈমান আনার পর অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত নয় যারা তারাও মুমিন নয়।