Card image cap
User Image মাসুদ হাসান Created - 7 months ago
User Image মাসুদ হাসান Posted - 7 months ago
ইসলামে দাখিল হওয়া প্রথম কাজ।

আমরা নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেই। আসলে মুসলিম হলো আল্লাহর পথের চূড়ান্ত ধাপ। অনেকেই মনে করেন তিনি মুসলিম। কিন্তু আল্লাহ কুরআনে সবার পূর্বে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে ইসলামে দাখিল হওয়ার কথা বলেছেন।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সৃষ্টিকর্তা। তিনি এই পৃথিবীতে আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন। তাঁর নিকট আত্মসমর্পণ করা আমাদের প্রথম কাজ। আত্মসমর্পণের মধ্যদিয়ে আমরা ইসলামে দাখিল হই। 

আমরা কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো, এ সম্পর্কে আল্লাহ কুরআনে স্পষ্ট উদাহরণ দিয়েছেন। 

যখন আল্লাহ সালামুন আ'লা ইব্রাহিমকে সঠিক ধর্মের নির্দেশনা দিলেন , তখন তিনি সালামুন আ'লা ইব্রাহিমকে আত্মসমর্পন (আসলিমু) করতে বল্লেন এবং ইব্রাহিম বল্লেন,

“আসলামতু লি রাব্বিল আলামিন”।

اِذۡ قَالَ لَهٗ رَبُّهٗۤ اَسۡلِمۡ​ۙ قَالَ اَسۡلَمۡتُ لِرَبِّ الۡعٰلَمِيۡنَ‏  

যখন তাঁর রাব্ব তাকে (ইব্রাহিমকে) বলেছিলেনঃ তুমি আনুগত্য স্বীকার কর; সে বলেছিল: “আসলামতু লি রাব্বিল আলামিন”। "আমি বিশ্বজগতের রবের নিকট আত্মসমর্পণ করলাম"। ২ঃ১৩১।

সালামুন আ'লা মুহম্মদ আল্লাহর উদ্দেশ্যে বলেছেন - 

اَسۡلَمۡتُ وَجۡهِىَ لِلّٰهِ وَمَنِ اتَّبَعَنِ​ؕ

"আসলামতু ওয়াজহিয়া লিল্লাহী ওয়া মানিত্তাবা'য়ানি"

"আমি আত্মসমর্পণ করলাম ও আমার চেহারা ফিরালাম আল্লাহর নিকট, এবং আমাকে যারা অনুসরণ করে তারাও।" ৩ঃ২০।

সাবার রাণী যখন সালামুন আ'লা সুলাইমানের প্রাসাদে এলেন, তিনি তখনও ইসলামে দাখিল হন নি।  

নিজের ভুল বুঝতে পেরে তিনি বললেন- 

 اَسۡلَمۡتُ مَعَ سُلَيۡمٰنَ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَ

"আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করছি।" ২৭ঃ৪৪।


আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ইসলামে প্রবেশ করে কুরআনের আলোকে ঈমানের ঘোষণা দেবো। 

ঈমানের ঘোষণার পর মুমিন হওয়ার জন্য করণীয় বিষয় অনুসরণ করবো।

মুমিন হওয়ার পর মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার জন্য প্রয়োজনীয় বিষয় অনুসরণ করবো। 


Category : কুরআন ও হাদিস,

User Image

Writer - মাসুদ হাসান

Blog - Al-Quran

About us - আল কুরআনের আয়াত যারা মেনে চলেন, তারাই মুসলিম। আল-কুরআন নিয়ে প্রচার প্রচারণা চালাতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে।

  0 likes - 0 comments - 122 views