আল্লাহ শিখিয়েছেন সালাম দিতে সালামুন আলাইকুম বলে। আপনি দিচ্ছেন আস-সালামু আলাইকুম বলে!
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা পবীত্র কুরআনে সতর্ক করেছেন যেনো আমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করি। ইসলামে দাখিল হয়ে অর্থাৎ আল্লাহর নিকট আত্মসমর্পণ করে ঈমানের ঘোষণা দিয়েও অনেকেই শিরক করে। কারণ তারা একমাত্র আল্লাহর বিধানের পাশাপাশি মানুষের তৈরি বিধানও মেনে চলে। তারা মুসলিম নয়।
আমরা কুরআনের পাতায় পাতায় দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মুমিনদেরকে সম্ভোদন করে যাবতীয় বিধিনিষেধ ব্যাখ্যা করেছেন। ঈমানের ঘোষণার পর অনেকেই আবার সন্দেহে পতিত হয়। আল্লাহর ভাষায় তারা মুমিন নয়। আবার ঈমান আনার পর অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত নয় যারা তারাও মুমিন নয়।
আমরা প্রায় সবাই ঈমানের দাবিদার। আমরা "লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" বলে নিশ্চিত হয়েছি যে আমরা ঈমান গ্রহণ করেছি। আসলে সালামুন আ'লা মুহম্মদও ঈমান এনেছেন। তিনি কিভাবে ঈমানের ঘোষণা দিয়েছেন আল্লাহ কুরআনে তা দেখিয়ে দিয়েছেন। আমাদেরকে সত্যকিতাবের বর্ণনার মতো করেই সালামুন আ'লা মুহম্মদ ও তাঁর মুমিন সাথীরা যেভাবে ঈমানের ঘোষণা দিয়েছেন, সেভাবেই ঈমান আনতে হবে।
আমরা নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেই। আসলে মুসলিম হলো আল্লাহর পথের চূড়ান্ত ধাপ। অনেকেই মনে করেন তিনি মুসলিম। কিন্তু আল্লাহ কুরআনে সবার পূর্বে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে ইসলামে দাখিল হওয়ার কথা বলেছেন।
Forgot Password? Click here